কবিতা

বেশী-কম || মাসুদ রানা

এ ভুবনে…
জানে বেশী মানে কম,
বলে বেশী শুনে কম ।
বক্তা বেশী শ্রোতা কম,
বসে বেশী হাঁটে কম ।
হাসে বেশী কাঁদে কম,
খায় বেশী কাজে কম ।

ব্যয় বেশী আয় কম,
ক্ষয় বেশী বৃদ্ধি কম ।
ভুয়া বেশী খাঁটি কম,
মিথ্যে বেশী সত্য কম ।
কথা বেশী কাজ কম,
স্থিতি বেশী গতি কম ।

ঘুরে বেশী দেখে কম,
লেখে বেশী পড়ে কম ।
অজ্ঞ বেশী বিজ্ঞ কম,
জল বেশী স্থল কম ।
ক্রোধ বেশী ক্ষমা কম,
ক্ষিপ্ত বেশী শান্ত কম ।

দোষ বেশী গুণ কম,
শত্রু বেশী মিত্র কম ।
ঘৃণা বেশী শ্রদ্ধা কম,
দীন বেশী ধনী কম ।
শুন্য বেশী পূর্ণ কম,
চোর বেশী সাধু কম ।

রুষ্ট বেশী তুষ্ট কম,
পাপ বেশী পূণ্য কম ।
গায় বেশী সুরে কম,
ভাবে বেশী করে কম ।
গদ্য বেশী পদ্য কম,
ভোগ বেশী ত্যাগ কম ।