বড় কঠিন এক অসুখে,
মানবতা পুড়ছে ধুকে ধুকে
ভাল নেই কার ও মন,
তবু ও সবাই খুজে আনন্দক্ষণ।
অজানা হাসির আড়ালে,
কত কষ্ট লুকানো থাকে
মনের সবটুকু অনুভূতিতে,
বারবার খুজে নিজেকে অজান্তে।
ইচ্ছের কারাগারে বসে থেকে,
রং বেরং এর খেলাই শুধু দেখে
আবেগের সবগুলো জানালার ফাকে,
ইচ্ছেরা শুধু বারেবারে কাছে ডাকে।
অন্যের ক্ষতি করছে,যেন নিজে ভাল থাকে, তাইতো মানবতা আজ ভুগছে কঠিন অসুখে।
আপনার মন্তব্য লিখুন