ছন্নছাড়া রোহিঙ্গাদের থাকার-
জায়গা ভালো নেই
চোখের সামনে নিকষ কালো
একটু সুখের আলো নেই।
সীমান্ত পার হতে গিয়ে
আসছে খালি হাত পা নিয়ে।
অনাহারে অর্ধাহারে
চলছে জীবন হাহাকারে।
কতক নারীর সন্তান আছে
সঙ্কটে আজ স্বামী নেই
খাদ্য মেলাই ভার হয়েছে
বস্ত্র কারও দামি নেই।
আকাশ তলে ঠাঁই হয়েছে
বৃষ্টি হলে দিশে নেই
আবার কোথায় আশ্রয় নেবে
দুঃখ বলো কিসে নেই?
গা ভিজিয়ে থাকছে কেহ
ভুগছে জ্বরে কাঁপছে দেহ
ওষুধ পেলে বাঁচার তরে
উঠত সেরে জলদি করে।
অশ্রুধারা বাঁধ মানে না
শান্তি টুকুর দেখা নেই
সুখে থাকার চেষ্টা করে
কিন্তু সুখের নদী নেই।
_________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা. বি.) [email protected]m
আপনার মন্তব্য লিখুন