ছড়া

মজনু ডাক্তার || রাফসান কবির রাসেল

মজনু ডাক্তার,
একটাই কাজ তার।
রোগী দেখা,
ঔষধ লেখা।
মাঝে মাঝে,
সকাল সাঁঝে।
দ্বারে দ্বারে,
হাঁক টা ছাড়ে।
কেউ কেউ আসে,
তার পাশ-বসে।
ধরে তার হাত,
দেয় খেতে ভাত।
পেটটা পুরে,
হাসির সুরে।
যায় যে গিলে,
সে খুব ঢিলে।
যায় নাতো আর,
রাত করে পার।
এমন করে,
দিন যায় ফুরে।