কবিতা

শেষ প্রত্যাশা || কাকলী দাস ঘোষ

কেন আসে বারেবার যন্ত্রণা ঘুরে?
কেন কোন চোখ ডাকে বারেবার কতদিন গেল কেটে?
তবু কেনো হল না ভোলা সেই পথ -সেই মাঠঘাট সেই খেলাঘ!আজও কী নাচে দোয়েল -ফিঙে ছাতিমের ডালে?
আজও কী ডাহুক -ডাহুকী কোন গেয়ে ওঠে গান
হিজলের শাখে?
সেই নদীখানি যার বাঁকে প্রতীক্ষায় প্রতিক্ষণে তোমার!

আমার ছলছল চোখ
অসীম চাওয়ায় অনিমেষ গুণে যেত অগণতি ঝিকিমিকি তারা।
আজও কী সে পথে তোমার নিত্য যাতায়া? জানিনি তো কে তুমি আমার সেইদিন সেইক্ষণ আজও তো অবোধ মন।
অকারণ চেয়ে থাকে অধীর প্রতিক্ষায় শেষ দেখা -শেষ ছোঁয়াটুকুর প্রত্যাশায় গুণে যায় আবেগী প্রহর কাঁটা মুমূর্ষু কায়া দোল খায় অন্তিম ক্ষণে কেবল
সেই দুটি চোখে চোখ রাখার আশায়।

পশ্চিমবঙ্গ,ভারত