ছড়া

হারানো পুকুর || মামুনুর রশীদ

পুকুরটা আজ ভরে গেছে
আবর্জনায় কেন?
ইচ্ছা ছিলো করবো সিনান
নেই তো কোনো ট্রেনও।

স্মৃতিমাখা কতো খেলা
পড়ছে মনে আজ,
লিচু গাছের ডালপালা রে
অদূর বনে সাজ।

সিড়ির ছায়া কোথায় গেল
একলা ফেলে বুঝি,
চারপাশের ঐ কলরবটা
আপন মনে খুঁজি।

চঞ্চলতা নহে এখন
আছে তাহার দ্বার,
মানুষেরা ভুলে পড়ে
বৃক্ষে ঘেরা পাড়।

পানিগুলো মুখরিত
থাকতো সারাদিন,
তার অবদান গুনছি আমি
শুধুই থাকে ঋণ।

ভোর দুপুরে কতো মানুষ
পাক করিতো তারে,
সে যে এখন নাশের পথে
মনেই পড়ে না রে।

হেরেই যাবে কালের গর্ভে
থাকবে না তো আর,
মনে পড়বে অগোচরে
দেখবো যখন ছার।

বিয়ানীবাজার, সিলেট।