কবিতা

বিশ্বাস || রুজুল রানা

মাঝে মাঝে ধৈর্য্যের পরীক্ষাটা সামলে যাই ঠিকই।তবে বিশ্বাসগুলো নড়বড়ে হয়ে যায়।
বিশ্বাসতো আর ভাঙ্গা ঘরের খুটি নয় যে নড়বড়ে হয়ে গেলে মেরামত করলেই সব ঠিকঠাক হয়ে যায়?
যা হারাই তা ভুলে যাই।যা আছে তা নিয়েই চলতে হয়।সেগুলোতেই যত্ন ও গুরুত্ব বাড়াতে হয়।যাতে অবশিষ্ট বিশ্বাসগুলো দৃঢ ও শক্ত হয়।
ব্যক্তিস্বাধীনতা সবারই আছে। সেই অধিকারেই হয়ত বিশ্বাস গড়ে আবার বিশ্বাস ভেঙ্গে যায় সবাই!
ভাঙ্গা কিংবা গড়া সেই অধিকার সমান সবার…..
সে অধিকারেই ভাঙ্গতে পারো বিশ্বাস।
অতঃপর কি বলার আছে আমার বুকে বয়ে যায় শুধু এক দীর্ঘনিঃশ্বাস।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment