স্টাফ রিপোর্টার:
সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন এই শ্লোগান কে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারো হয়ে গেল বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী কতৃক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০১৭ অনুষ্ঠান।
গত ১২ ই আগষ্ট ২০১৭ ইং তারিখে রংপুর জেলার গংগাচড়া উপজেলার শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম খবর পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ও বি আর বি গ্রুপ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শিল্পপতি সি এম সাদিক,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ছড়া সংসদের সভাপতি ও বর্তমান সময়কার আলোচিত ছড়াকার ও কবি সাঈদ সাহেদুল ইসলাম ও ছড়া সংসদের সহঃসভাপতি কবি ও ছড়াকার মতিয়ার রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন অন্তরকথন ডটকমের বিভাগীয় সাহিত্য সম্পাদক কবি ও ছড়াকার আল-মাসুদ হক মিঠুল,কবি আবু নাসের সিদ্দিক তুহিন,কবি চন্দক বড়ুয়া,ছড়াকার পলক রায়,কবি হোসাইন মোহাম্মদ মিরাজ,কবি মাহমুদুল এইচ,রায়হান খান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম ভেলুর সভাপতিত্বে শুরু হয়।তারপর একে একে বক্তব্য দেন কবি সাঈদ সাহেদুল ইসলাম,কবি মতিয়ার রহমান,কবি আবু নাসের সিদ্দিক তুহিন,হোসাইন মোহাম্মদ মিরাজ,কবি আল-মাসুদ হক মিঠুল এবং অন্যান্যরা।
প্রধান অতিথি সি এম সাদিকের বক্তব্যের পরেই প্রধান অতিথি নিজ হাতে মোট তিনটি ক্যাটাগরিতে সাহিত্যে বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার কবি ও সাহিত্যিকদের হাতে সম্মাননা পদক ও সার্টিফিকেট তুলে দেন।বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমীর বিভিন্ন পদকে যারা ভুষিত হয়েছেন তারা হলেন,কবি মতিয়ার রহমান,ঝিনুক পত্রিকার সম্পাদক,কবি ও ছড়াকার নবীর হোসাইন,কবি ও ছড়াকার নুর আলম গন্ধী,কবি ও ছড়াকার আল-মাসুদ হক মিঠুল,কবি মাহমুদুল এইচ,কবি বাশিরুল ইসলাম লাবলু, কবি জাকির আহমেদ,কবি জাহিদ কাজী,কবি ফরিদুজ্জামান ফাইম মিতুল,কবি আঃগোফ্ফার চৌধুরী,কবি সুধীর চন্দ্র রায়,কবি চন্দক বড়ুয়া,কবি পলক রায়,কবি হোসাইন মোহাম্মাদ মিরাজ, কবি রায়হান খান,ও কবি আবু নাসের সিদ্দিক তুহিন।
উক্ত অনুষ্ঠানের শেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা।রংপুরের সুপ্রাচীন ভাওয়াইয়া গান গেয়ে শোনান কবি সাঈদ সাহেদুল ইসলাম সহ অন্যান্য শিল্পীবৃন্দ।অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।
আপনার মন্তব্য লিখুন