কবিতা

জ্যোৎস্না নিশি ভ্রম || হাসান মাসুদ

আজ নিরব নিশ্চুপ নিঝুম নিশিতে,
রুদ্ধ দরজা খোলা বাতায়ন ঘরেতে ।

বাহিরে রজনীগন্ধার গন্ধে মুখর,
সে গন্ধে মিশেছে জ্যোৎস্না আলো প্রচুর ।

সখী এ নিশিতে মন লাগেনা কিছুতে,
বাতায়নে চোখ রাখি তোমায় দেখিতে !

হতাশে মুখ ফিরাই দুপুর রাত্রিতে,
হঠাৎ নূপুরধ্বনি রিনিঝিনি শুনাতে !

ছুটে যায় ঘর হতে কাননে খুঁজিতে,
এ ও কি আমার ভ্রম পারিনা বুঝিতে !

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment