ছড়া

নির্ভীক সৈনিক || বদরুন্নাহার জান্নাতী

দেশের জন্য যুদ্ধ করে
যারা দিল প্রাণ,
তাদের নিয়ে লেখা আমার
কবিতা আর গান।

রফিক শফিক সালাম বরকত
আরও যত বীর,
তাদের প্রতি শ্রদ্ধা আমার
উন্নত মম শির।

তাজা রক্তে লিখে গেছে
বাংলা ভাষার মান,
স্মরণ করে জাতি তাদের
স্মৃতিতে অম্লান।

দেশ বাঁচাতে বীর সেনারা
সদা ছিল নির্ভীক,
তাইতো তারা জাতির কাছে
বীরশ্রেষ্ঠ সৈনিক।

রংপুর