মিষ্টি মিষ্টি আলো হাওয়া
করছে সজাগ প্রাণে,
ছোট্ট ছোট্ট কিছু পাওয়া
নীরব রাতের দানে।
দুষ্টু দুষ্টু যতো কথা
দিচ্ছে মনে খুশী,
ঝরা ঝরা ফুলের তোড়া
দেখলে আমি হাসি।
অতি অতি গরম চায়ে
পাই যে কিছু দুখ
কড়া কড়া রোদের ভাষা
নাই রে কোনো সুখ।
ঠান্ডা ঠান্ডা মুখের বাণী
শুনতে লাগে ভালো,
গরম গরম কথার খনি
রাগের পোষা পালো।
হালকা হালকা চোখের পানি
কষ্টে ভরা আশা,
কঠিন কঠিন শাসন যথা
মিষ্টি ভালোবাসা।
বিয়ানীবাজার, সিলেট।
আপনার মন্তব্য লিখুন