কবিতা ফেসবুক স্ট্যাটাস

হাজার বছর / রাশেদ রউফ

আমি কবিতা ভালোবাসি, ভালোবাসি সংগীত
তাই ভালোবাসি ঘাসফুল
পাহাড়, অরণ্য, নদী
ভালোবাসি বই-
জীবনানন্দের কমলালেবুর মত রোদ
ভালোবাসি মেঘ
বৃষ্টির জল।

যেখানেই আমি হাত রাখি
আমার স্পর্শে জেগে ওঠে চরাচর
আমি হাঁটি স্বপ্নের ভিতর
নয় দুঃখে, নয় রোগে
আছি কল্পনার অমোঘ সম্ভোগে।

তুমিও ভালোবাসো
তবে,
আমার হাতের একটি আঙুল ভালোবাসতেও
তোমার হাজার বছর লেগে যাবে!

ফেসবুক পোস্ট: July 1_2017