টাকার পাহাড়ের কথা জানি। শুনেছি মাটির পাহাড় থেকেও টাকার পাহাড় তৈরি হয়। আমাদের রাজনীতিক, আমলা, এনজিও ব্যক্তিত্ব, এমনকি পরিবেশবাদী সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীদেরও কেউ কেউ নাকি রাঙ্গামাটি-বান্দরবান-খাগড়াছড়িতে পাহাড় কিনে রেখেছেন, সত্যি?
একবার জনসংহতি সমিতির নেতার মুখেও এমন অভিযোগ শুনেছিলাম বলে মনে পড়ছে। সেই সব পাহাড় কেটে মাটি বেচার ফলেই রাঙামাটির পাহাড়ধসের মতো ঘটনা।
সেই পাহাড়-মালিকদের নামগুলো কি কেউ বলতে পারেন? দেশবাসীকে জানাতে পারেন? তালিকা অসম্পূর্ণ হলেও কিংবা তাতে একটু-আধটু ভুলভ্রান্তি থাকলেও ক্ষতি নেই। একটা ধারণা তো অন্তত পাওয়া যাবে।
ফেসবুক পোস্ট: June 22 at 9:12pm
ফটো ক্রেডিট : রাফিয়া আহমেদ
আপনার মন্তব্য লিখুন