বিশ্ব সেরা এক কবিতা
জয় করেছে আসন,
সেই কবিতা শেখ মুজিবের
৭ মার্চের ভাষণ।
সংগ্রামী সুর দূর বহুদূর
মধুর ভালবেসে,
স্বাধীন করতে কথা বলে
সেই কবিতা দেশে।
শান্তি সুখের আবাস ভূমি
করবো সকল জনে,
সেই কবিতা স্বপ্ন দেখায়
এই বাঙালির মনে।
সব জনতা উঠল জেগে
গড়তে পরিবেশ,
সেই কবিতায় সৃষ্টি হল
স্বাধীন বাংলাদেশ।
আপনার মন্তব্য লিখুন