কবিতা

হে প্রাণের প্রিয় || সোহেল হামজাহ্

হে প্রাণের প্রিয়
প্রীতিটুকু অন্তত নিও…

_হে প্রাণের প্রিয়..
বিদায় লগ্নে আসিও
সুখের স্রোতে ভাসিও,
-প্রাণ ভরে হাসিও..

_হে প্রাণের প্রিয়..
ভুলেও মোর পানে
তাকাইও না,
অশ্রুজলে কপোল
ভাসাইও না..

_হে প্রাণের প্রিয়..
মোর মনে শুনিবে না,
মোর চোখে কভু দেখিবে না, তোমার আত্মচিৎকার কান্না…

_হে প্রাণের প্রিয়..
প্রশস্ত অন্তর পিঞ্জর ভাঙিয়া,
নয়ন যদি কভু আসে রাঙিয়া
বিদায় লগ্নে তবুও করিয়ো না কান্না! সইবে কি মোর মন? না সইবে না,?? তাহা দেখিয়া কি করিয়া দেবো তোমায় সান্ত্বনা_!!

_হে প্রাণের প্রিয়..
ভুবন হইতে চিরতরে
যাইব রে হারিয়ে বহুদূরে,
খুঁজিবে না কেহো ভুল করে
তুমিও কভু খুঁজিও না মোরে…

_হে প্রাণের প্রিয়..
আস্থা রাখিও অন্তরে, 
বেদনা পাঠাইও দূরপ্রান্তরে..

_হে প্রাণের প্রিয়..
মোরে ভুলে সুখে থাকিও ভালো থাকিও নতুন কেও পথচলার সঙ্গী খুঁজিয়া নিও..!!