অণুগল্প

হিমেল হাওয়া ©প্রিয়াঙ্কা ঘোষ

গভীর রাতের উত্তরের হিমেল হাওয়ায় স্মৃতি মেশানো বেশ একটা অপরূপ গন্ধ থাকে। মন ভাবে হিমেল হাওয়া হয়তো স্মৃতির সরণি হয়ে আসে। তাই এমন গন্ধ থাকে।স্মৃতিগুলোর মধ্যে বেশিরভাগ স্মৃতিই অত্যন্ত গোপনীয় একান্ত আপন। গভীর রাত এই গোপন স্মৃতিগুলোকে প্রকাশ করার আর্জি রাখে। কিন্তু মন সেই আর্জি খারিজ করে দেয়। এরপর মন, একান্তে খুব সন্তর্পনে ঐ উত্তরের হিমেল হাওয়ায় বিলীন হয়ে যায়।।