রাজপথ ধরে মিছিলের আনাগোনা
রক্তখচিত এক মানচিত্রের পতাকা,
দীপ্ত কণ্ঠে শ্লোগান বারবার
ওরে হানাদার! এবার বাংলা ছাড়।
ছাদে, বারান্দায় কৌতূহলী মন
ছুটে চলে ঐ মুক্তি সেনার দল,
ভাংগে হানাদারের দুর্বল মনোবল
পরাধীনতার হবে এবার অবসান।
ঢাকার বুকের রেইসকোর্স ময়দান
কালের সাক্ষী, জুলুমের অবসান,
হানাদার আজি নেংটি ইঁদুরের সন্তান
ডিসেম্বর ষোলো স্বাধীনতার জয়গান।
এতো রক্তঋণ শুধিবো কিভাবে আমি
শহিদ জননী বাংলা জন্মভূমি,
মাতৃসম, তোমায় আমি স্মরি
এক জীবনে হবে নাকো শোধ জানি।
স্বাধীনতার সেই অমর মর্মবাণী
মুক্ত মানুষ, মুক্ত জীবন মানি,
অর্ধ শতক বছর পার করেও আমি
মুক্তির সেই স্বাধীনতাকেই খুঁজে ফিরি।
তারিখঃ ২৩/১২/২০২২
আপনার মন্তব্য লিখুন