মন মন্দিরের স্বপ্নচূড়া গাছটা নুয়ে পড়েছে,
আগের মত জল ঢালা হয় না
হয়তো তাই!
অনেক স্বাদ ছিলো মনে
একদিন ফুল ফুটবে,
আজ দেখি ফুল তো দূরের কথা পাতাও ঝরে পড়ে যাচ্ছে!
সে দিন গাছটির আক্ষেপ শুনলাম বুকের ভিতরে গুমরে থাকা কান্নাও,
এই দিন,এই রাত ঠিকি আসবে আর যাবে কিন্তু এই গাছ মরে গেলে আর হবে না।
চলে না সময় বড় অক্ষম
তবুও জল নিয়ে চললাম,
যদি আবার আগের মত হয়; দেখলাম তা আর হবার নয় সময় পেরিয়ে গেলে যা হয়। দুঃখ করে গাছটি বলল,এই ভাবে বাড়ন্ত উদ্ভাসিত গাছকে মেরে ফেলো না আর!
আমি যাই,আমার ভিতরের দুঃখ দিয়ে বুনে গেলাম ভবিষ্যৎ এর স্বপ্নচূড়া গাছ!
________________
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল
আপনার মন্তব্য লিখুন