কবিতা

সোনা যাদু | এস এম হুমায়ুন কবির

সোনা যাদু
– এস এম হুমায়ুন কবির

তুই এলি আলো করে ভেঙে বুকের খাঁচা
মনের ভেতর দুলে ওঠে কোথায় আমার বাঁচা
১০ মাস ১০ দিনের কথায় আঁৎকে ওঠে বুক
সব কিছুই ভুলে ছিলাম দেখে সোনা মুখ
তুইতো আমার সর্বস্বত্তা তুই চোখের মনি
তোরে ছাড়া সবই বৃথা এই সত্য জানি

তুই এলি আলো করে ভেঙে বুকের খাঁচা
মনের ভেতর দুলে ওঠে কোথায় আমার বাঁচা

সোনা যাদু লক্ষি পাখি কত নামে ডাকি
কয় না কথা বুকের মানিক কষ্ট কোথায় রাখি
দেশের সেরা ডাক্তার ওঝা সবই আনেন ডেকে
হয়নি কিছুই বলেন তারা মা’কে সান্তনা দিতে
বাড়তে থাকে সোনা আমার যেন সুস্থ্য শিশু
ঘুন পোকা এক নিচ্ছে কেড়ে ব্রেণের বিকাশ টুকু
যায় চলে যায় বছর মাস বদলে কত ঋতু
রইল হয়ে আমার মানিক প্রথম দিনের শিশু।।

সোনা যাদু লক্ষি পাখি কত নামে ডাকি
কয় না কথা বুকের মানিক কষ্ট কোথায় রাখি
আমি কষ্ট কোথায় রাখি
কষ্ট কোথায় রাখি।।