কবিতা

সে,তুমি ও আমি || জহির রায়হান

ওগো,সখা,মোর প্রিয়তম,এখনো আসোনি? 
শুকিয়ে যে গেলো হায় যতনে গাঁথা মালাখানি। 

তাজা ফুল বাসি হলো,ভালোবাসা ফাঁসি হলো।
হৃদয় দুয়ারে কি এবার সত্যিই লাগালে তালা? 
হৃদয় পাগল-পাড়া, 
ডেকে ডেকে দিশাহারা
ভুলে-ভালে ভালোবাসা,বাড়ালো হৃদয়-জ্বালা। 

ওপাড়ে তাকায়ে থেকে থেকে
কাহার স্বপন চোখে মেখে মেখে অপেক্ষার প্রহর গুনে গুনে শুধু ব্যথা বাড়ায়ে যাও? 
ভালোবাসা নাহি পেলে
আমারেও নাহি দিলে
শুধু শুধু কেনো তবে জ্বালা আরও বাড়ায়ে দাও? 

এখনো আমায় ভালোবাসোনি?
তাহার বিরহ-জল এখনো মোছোনি? 
কাব্যে আর সঙ্গীতে তাহারেই স্মরিয়া যাও অহর্নিশি? 
কোথাও কি আমি নেই?
তোমার জগতে শুধু সে-ই? 
ঘুরিয়া ফিরিয়া শুধু তাহারেই ভাবিয়া কাটে দিবানিশি?

আমারে নাহি ভালোবাসো, থাক
তাহার প্রেমে হৃদয় পুরিয়া যাক।
দুইজনে মিলে মিশে রচো তব ভালো বাসা,ভালোবেসে।
আমি দূরে আছি, দূরে যাই
ভালোবেসে তোমারে না পাই
ক্ষতি কি-বা তাতে? কি-বা এই ধরণীর যায় আসে?

যাত্রাবাড়ী,ঢাকা