কবিতা

সাড়ে সর্বনাশ : জাহীদ হোসেন । প্রেম পর্ব – ২

একত্রিশ বছর কেটে গেলো, আজও বলা হয়নি
সেই না বলা কথা ‘আমি তোমাকে ভালবাসি’,
প্রথম দর্শনেই নাকি প্রেম হয় দিবানিশি
আমার হলো না বলা, পেলাম ‘মুচকি হাসি’।
একত্রিশ বছর কেটে গেলো, আজও বলা হয়নি
শত ঝড়-ঝঞ্ঝা, হাসি-কান্নায় আছি পাশাপাশি,
যতবার বলতে চেয়েছি ভালবাসি-ভালবাসি
সদা লেগে আছে ঠোঁটে, সেই ‘মুচকি হাসি’।
একত্রিশ বছর কেটে গেলো, আজও বলা হয়নি
যে কথাটি বলার জন্য আমার ছটফট দিবানিশি
এ পৃথিবী বাসযোগ্য করেছো তুমি, শুধুই তুমি
আমার ভালবাসার জবাব কী ঐ ‘মুচকি হাসি’!
একত্রিশ বছর কেটে গেলো, আজও বলা হয়নি
সময় কালক্ষেপণ, নাকি এখনো সময় আসেনি,
এতটা বছর পেরিয়ে গেলো মমতায় জড়াজড়ি
কোনটি দামী? ‘ভালবাসি’ নাকি ‘মুচকি হাসি’!
তারিখঃ ০৩/০৯/২০২২