সাহিত‌্য

সাহিত্য পত্রিকা জলধি’র আত্মপ্রকাশ

একবিংশ শতাব্দীতে এসেও নারীরা যে কোন অংশেই পিছিয়ে নেই তা আরো একবার প্রমাণ করে দিলেন কতিপয় নারী যারা এক আকাশ স্বপ্ন বুকে লালন করে এগিয়ে যেতে চায় দূর বহুদূর ।স্বপ্ন,লক্ষ্য আর একটি মহৎ উদ্দেশ্য যদি বুকে লালন করা যায় তো তাহলে অসাধ্য কাজকেও সাধন করা সম্ভব, সত্য সুন্দর একটি স্বপ্নকে বাস্তবায়িত করে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামীর পথে।তেমনি একটি অসম্ভবকে সাধন করেছেন জলধির সম্পাদক নাহিদা আশরাফী,সম্পাদনা পর্ষদের তাহমিনা শিল্পী, মাহবুবা ফারুক,শ্যামলী খান,ও সার্বিক ব্যবস্থাপক শামসুদ্দীন হীরা।জলে জোছনায় জীবনের আবাহন এই স্লোগান কে বক্ষে লালন করে আত্মপ্রকাশ ঘটলো সাহিত্য বিষয়ক ছোট পত্রিকা জলধির।

গত ৩০/০৭/২০১৭ ইং তারিখ রোজ রবিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের দুই তলায় এস্ফেন্দার জাহেদ মিলয়াতনে হয়ে গেল এই পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠান।জমকালো আয়োজন ও সুন্দর সুশৃঙ্খল পরিপাটি গোছানো ডেকোরেশন মন কেড়েছে সকল অতিথিবৃন্দের।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতি সত্ত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা,কবি নির্মলেন্দু গুণ,কবি মজিদ মাহমুদ,কবি আসাদ মান্নান,গল্পকার ইসহাক খান,কবি আনোয়ার কামাল,সম্পাদক ও অনুগল্পকার আবু সাইদ আহমেদ,অনুগল্পকার হুমায়ুন রনী,
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখায়াৎ হোসেন,ছড়াকার,কবি ও প্রকাশক মঈন মুরসালিন,কবি শামসুদ্দীন হীরা, কবি বাপ্পি সাহা,কবি আশেক ই- খোদা এছাড়াও উপস্থিত ছিলেন অন্তরকথন ডটকমের বিভাগীয় সাহিত্য সম্পাদক,ছড়াকার ও কবি আল-মাসুদ হক মিঠুল সহ অন্যান্য কবিবৃন্দ।

জলধির মোড়ক উন্মোচন করেন এ যুগের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতি সত্ত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা।তারপর একে একে
স্বাগত বক্তব্য দেন
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখায়াৎ হোসেন।জাতি সত্ত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা,কবি নির্মলেন্দু গুণ,কবি মজিদ মাহমুদ,কবি আসাদ মান্নান,গল্পকার ইসহাক খান ও অন্যান্য কবি বৃন্দ।অতিথি বৃন্দরা সবাই জলধির উত্তরোত্তর মঙ্গল কামনা করে বক্তব্য প্রদান করেন।জলধির আত্মপ্রকাশ সংখ্যায় স্থান পায় অনেক গুণীজনদের লেখা তাদের সাথে স্থান পায় প্রতিশ্রুতিশীল নবীন লেখকদের লেখাও।

উক্ত অনুষ্ঠানের শেষ দিকে হয়,আবৃত্তি ও গান।আবৃত্তি কারকদের আবৃত্তি আর শিল্পীদের গানের সুরের মূর্ছনায় ছুঁয়ে যায় পুরো সেমিনার আর মোহিত হয়ে যায় সবাই।