ছড়া

সাধু পুরুষ || জহির রায়হান

সাধু পুরুষ

✍ জহির রায়হান

 

মুখে তোমার দারুণ মধু

মিষ্টি কথায় ভোলাও মন

সামনে পেলেই প্রীতিভরে

উদার তুমি, প্রিয়জন।

 

সবার তুমি ভালোটা চাও

এটাই নাকি তোমার রূপ।

দিনের শেষে সন্ধ্যা এলে

গন্ধ বিলাও হয়ে ধুপ।

 

সুযোগ পেলেই জাহির কর

বড় তুমি কতটা

দর্পভরে প্রকাশ কর

নও যে তুমি যতটা।

 

ওরা তোমার কথা শুনে

অবাক হয়ে যায় সবাই।

মহান তুমি, বিরাট কত

গুনে গুনে পায় যে তাই।

 

আত্মপ্রচার করার ছলে

অন্যজনের খোঁজ দোষ।

নিজে তুমি সাধু পুরুষ

যত যা দোষ নন্দ-ঘোষ।

 

যাত্রাবাড়ী, ঢাকা