‘কত দেশ কত গল্প’ ( ২০১৮) সম্পদ বড়ুয়ার একটি অসাধারণ অনূদিত গল্পের বই। সম্পদ বড়ুয়া একজন খ্যাতিমান কবি, অনুবাদক ও গল্পকার। দশজন ভিন্ন ভিন্ন লেখকের এগারোটি গল্প নিয়ে লেখক এ গ্রন্থটি সাজিয়েছেন। সম্পদ বড়ুয়ার জন্ম ১৯৫৮ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ফিন্যান্সে এমএসসি ডিগ্রি নিয়ে কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৮৬ সালে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন। বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব হিসেবে কর্মরত আছেন। ছাত্র থাকাকালীন ছড়া লেখার মাধ্যমে লেখালেখিতে তাঁর আগমন। ইংরেজিতে অধ্যাপনা করায় প্রথম থেকেই কবিতা লেখা ও অনুবাদের প্রতি আগ্রহ বেশি। আর এতেই একজন সফল অনুবাদক হয়ে ওঠেন তিনি। এছাড়াও তিনি আলবার্তো মোরাভিয়ার গল্প (২০০৩), বার্ট্রান্ড রাসেলের আত্মকথা ১ম খণ্ড (২০০৪), আফ্রিকান প্রাণীদের গল্প (২০১৫), গল্প দেশে দেশে (২০১৫) গ্রন্থের রচয়িতা।
সর্বশেষ
- সময়ের চক্রে জীবন : রফিক ইসলাম
- সত্য দিয়ে ঘেরা : জাহীদ হোসেন
- বসন্তের প্রলাপ : নুরুজ্জামান লাবু
- পৃথিবী টা এত নিষ্ঠুর কেন? : আরিফুর রহমান শিহাব
- বেগানা পুরুষ : জাহীদ হোসেন
- এলোমেলো গদ্য- ১ : নুরুজ্জামান লাবু
- বিশুদ্ধ রমণী বশীকরণ : জাহীদ হোসেন
- বহুরূপী : জাহীদ হোসেন
- অভ্যাস ত্যাগ খুব কঠিন : জাফর ইকবাল
- স্মৃতির দুয়ার খোলা : জাহীদ হোসেন
- উদিয়মান সূর্য : আকিব শিকদার
- সহানুভূতি : আকিব শিকদার
- নারী : জাহীদ হোসেন
- “ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে? : আনিসুল হক
- আজ ২৫ শে ডিসেম্বর আমার ৩৪ তম জন্মদিন : পারমিতা হিম
- চুলকিয়ে ঘা অথবা থুতু গেলার গল্প : আকিব শিকদার
আপনার মন্তব্য লিখুন