কবিতা

শূন্যতা চারিদিকে : জাহীদ হোসেন

চলার পথে বারবার হোঁচট খেয়ে বেঁধেছি জীবন
পরিস্কার করা হয়নি সে জঞ্জাল, উঁচুনিচু জমিন,
মেনে নিয়েছি ইট-পাথরের খোয়ার নোংরামি
তবু্ও চোখের দৃষ্টিকে ন্যুনতম অসংযত করিনি।

ভালবাসা ফেরি করে আঁকড়ে ধরেছি তোমায়
স্বপ্নগুলো জমা রেখেছি প্রজাপতির নীলডানায়,
সাক্ষী এই ফুল-পাখি আর আমার যতো কবিতা
যা ছিলো আমাদের ভালবাসার চিহ্ন, মর্মগাথা।

আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে স্মৃতিচারণ করি তোমায়
ফেলে আসা দিনগুলো, মধুর স্মৃতির পাতায়,
পশ্চিম দিগন্তে সূর্য হেলে পরতে সামান্য বাকি
তেত্রিশটি বসন্ত হাত ধরে আছি পাশাপাশি।

তুমি বলেছিলে কারো বড়শির আধার হতে নেই
ভুলো মন আমার, নাকি ইচ্ছে করেই ভুলে যাই,
আমি এখনও শুধু তোমায় নিয়েই ভাবতে চাই
হেলেপরা সূর্যের আলোয় বাকী পথ চলতে চাই।

আজ বিশাল শূন্যতা বেঘোরে ঘুমায় মনেরমাঝে
ঘড়ির কাটা স্থির হয়ে আসতে থাকে খুব কাছে,
একি আজব সময় পার করছি, দুঃস্বপ্নের শহরে
যেন তুমি নাই,আমি নাই,শুধু শূন্যতা চারিদিকে।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment