জানালার কাঁচে লাগে কুয়াশার ছোঁয়া
সবুজ ঘাসের ডগা শিশিরেতে ধোয়া।
কুয়াশায় ঢাকে গ্রাম মানুষের মন
শহরেও চারিদিকে হিম সমীরণ।
মিঠা রোদে বসে লোক উঠানের কোণে
শীতের কদিন বাকি মুড়ি খেতে গোনে।
মাঝে মাঝে দেখা নেই সুরুজের মুখ
অনল পোহায় কেহ খোঁজে ফিরে সুখ।
কৃষাণ গমের ক্ষেতে পাখি করে তাড়া
কুয়াশায় ভোর থেকে কাজে দিশেহারা।
হলুদ সরিষা মাঠে মন ছুটে যায়
রূপ যেন ঝরে পড়ে চির চেনা গাঁয়।
শুনি কারো আহাজারি উদাম শরীরে
এসো গায়ে কিছু দেই দুহাত ভরি রে।
শীতের আমেজ খুঁজি পিঠাপুলি খেয়ে
বিলিও সবার বাড়ি থাকে যারা চেয়ে।
______________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা. বি.)
[email protected]
আপনার মন্তব্য লিখুন