ছড়া

শীত || হামীম রায়হান

শীত নেমেছে ছোট্ট গায়ে
হাসছে শীতের বুড়ি,
মাথায় নিয়ে হাঁটছে দেখো
কুয়াশা ভরা ঝুড়ি।
গাছিয়ালির হাঁড়ি ভরে
তাজা খেজুর রসে,
ভোরের পাখি চুমুক মারে
হাঁড়ির মুখে বসে।
যাই না যাওয়া বাইরে কোথাও
ঝাপসা যে চারদিক,
ধানের শীষে আলোর কণা
করছে যে ঝিকমিক।
আকাশ কোণে মেঘের পোনা
দেয় যে এসে উঁকি,
হিমেল হাওয়া দৌড়ে আসে
যেন শীতের খুকি।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment