শীতের দিনে ভীষণ মজা
টাকা আছে যাদের,
পিঠাপুলি খায় যে ওরা
কত রকম স্বাদের!
গরম কাপড় পরে গায়ে
আহা কত রঙের!
সেল্ফি তুলে পোস্টও করে
তাও যে আবার ঢঙের!
একটুও তো খোঁজ রাখেনা
আশে পাশে যারা,
শীতের রাতে থাকে ঘুমে
গরম কাপড় ছাড়া।
ওরাই বড় কথা বলে
মুখে নিয়ে হাসি!
সমাজপতি সাজে দেখি
বাজায় সুরে বাঁশি!
কত রকম ছল-চাতুরী
নিত্য করছে ওরা,
হায়রে গরিব বাংলা জাতি
কপাল মোদের পোড়া।
আপনার মন্তব্য লিখুন