ছড়া

শীতটা আমার কষ্ট || মজনু মিয়া

শীতটাও বড্ড বারকুষ্টে
কামড়ে খাচ্ছে,
কাঁপছি তবু ছাড়ছে না
মজা পাচ্ছে।

আগুন দিয়ে বিদায় দেই
ক্ষণিক পরে,
আবার আসে ছিঁড়বে তাই
চর্ম চড়ে!

শীতটা বড্ড পাঁজি গো
কষ্ট দিয়ে-
সুখ পায় সে মন আনন্দে
আপন নিয়ে।

আমার খুবই অভাব শীত
পারলে দোহাই,
দুঃখ দেখে মাফ কর্ না
আরজি জানাই।
____________________­
মির্জাপুর
টাংগাইল।