ছাত্রজীবন মানে শুরু
মানুষ হবার জয়গান
শিক্ষাগুরু খুঁজে পেলাম
করেন অসীম শিক্ষাদান।
চলব সদা আদেশ মেনে
মানুষ হবার দীক্ষা নিই
নিকষ আলো অন্ধকারে
আলোর মশাল জ্বেলে দিই।
তিনি আমার বন্ধু বটে
বুঝেছি সব আচরণ
আদর শাসন মাখামাখি
এক নিমিষে ভরে মন।
সরল সঠিক পথ দেখিয়ে
ভ্রান্ত পথে দেন বাধা
রাখব ধরে শেষ অবধি
শিক্ষাগুরুর মর্যাদা।
________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা. বি.)
[email protected]
আপনার মন্তব্য লিখুন