ছড়া

শাপলা ফুল || শফিকুল ইসলাম শফিক

শাপলা ফুল
শফিকুল ইসলাম শফিক

বিলে ঝলে পুকুর-ডোবায়
শাপলা ফোটে নদী নালায়

সুগন্ধ নেই সুলভ এ ফুল
প্রাণটা সবার করে আকুল।

শালুক নামে কউে বা চিনি
কেউবা বা তুলি কেউবা কিনি।

ফুটন্ত ফুল যনে তাকে
চাঁদরে মতো হাসতে থাকে।

পল্লী শিশু  শাপলা তুলে
খেলে হরেক মনটা খুলে।

কিংবা নানান আয়োজনে
মঞ্চ সাজাই আপন মনে।

শাপলা ফুলরে শোভা কেবল
চেয়ে দেখি মানব সকল।

বোয়ালমারি,রাজশাহী