সারাদিন ঘরে বসে ভালো কোনো বইও পড়লে
ঘরকুনো তুমি, লোকে বলে।
বাইরের কাজে ব্যস্ততার জন্য ঘুরাঘুরি করলে
বাউন্ডেলে তুমি, লোকে বলে।
তোমার পছন্দের কেনাকাটা একটু বেশি করলে
খুব বেহিসেবী তুমি, লোকে বলে।
লোক দেখানো কেনাকাটা না করলে,কম করলে
হাড় কিপটে-কঞ্জুস তুমি, লোকে বলে।
তোমার ভাবনাগুলো গুটিয়ে গেলে বা মৃত্যু হলে
কারো কিছু যায়-আসে না, লোকে বলে।
তোমার ইচ্ছার প্রকাশ না পেলে বা চাপা পরলে
কারো কোনো ক্ষতি নেই, লোকে বলে।
জীবনের সমীকরণ সহজ করে গুছিয়ে নিলে
তুমি জিতবে, লোকে বলে।
জীবনের সমীকরণ কঠিন করে নিতে থাকলে
তুমি হারবে, লোকে বলে।
জীবনের ভিত ক্রমান্বয়ে মজবুত করতে পারলে
পৃথিবী তোমার হবে, লোকে বলে।
‘পাছে লোকে কিছু বলে’- এই কথাটি ভুলে গেলে
তুমি তোমার মতো হবে, লোকে বলে।
আপনার মন্তব্য লিখুন