তুমি হিংসুক, তুমি পিশাচিনী তুমিই শত্রু মোর,
তুমি নিষ্ঠুর, তুমি নির্দয় তোমাকেই লাগে ডর।
তুমি ফাঁদ পাতো, তুমিই যুবতী তুমি অ-লক্ষী হাসো,
তুমি জগতের মায়ার কাঁড়ি তুমিই স্বপনে ভাসো।
তুমি প্রাণময়ী, তুমিই বিজয়ী হাজারো নরের মন,
তুমি রাক্ষসী, তুমিই চাতুরী তোমারি জন্য রণ।
তুমি আশ্রয়ী, তুমি সাশ্রয়ী তুমিই স্বামীর আশা,
তুমি অসহ্য, তুমি গো মায়াবী তুমিই নরের ভাষা।
তুমি বুঝবেনা ঐ লাখপতি কেমনে কাটায় দিন?
তুমিই ছলনার মুক্ত মতি তুমিই আরোগ্য, ঋন।
তুমিই বুঝ গো স্বামীর ভাষ্য তুমিই বেদনাময়ী,
তোমারি ওষ্ঠে নয়ন ও ভাসে তুমিই জগত জয়ী।
তোমারি কন্ঠে কোকিলের সুর তুমি গো পাতাও ফাঁদ,
তোমারি জালে গো বশীভূত হয়ে ছিন্ন করেছি, সাধ।
তুমি জ্বালাপোষী, তুমি মহামতি তুমিই লাগাও ঘৃনা,
তুমি পুরুষের মনের রানী তোমাকেই তার ও চেনা।
তুমি হাসিমুখে করো গো বরণ সকলি দুঃখের বারি,
তুমিই ঘোচাও স্বামীর হতাশা তুমিই লক্ষী নারী।
তুমি দেহমাঝে পোষায়ে কষ্ট সন্তান রাখো ঘিরে,
তোমারি কষ্ট হার মেনে নেয় নিষ্পাপ শিশু, চিরে।
তুমিই পরিবার, তুমিই নাশী তুমি রহস্যময়ী,
তুমি পৃথিবীর হাসির ঝলক তুমিই রুপসী নারী।
বিয়ানীবাজার, সিলেট
আপনার মন্তব্য লিখুন