ছড়া

রাজনীতির আমি ছাত্র || জহির রায়হান

সুনির্মল বসু’র ‘সবার আমি ছাত্র’ অবলম্বনে প্যারডি : 

রাজনীতি আমায় শিক্ষা দিল কপট হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি দলের কাছে পাই রে।
নেতা শেখান তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
নির্বাচনের উপদেশে-জালভোট দিই তাই রে।

বুলেট আমায় মন্ত্রণা দেয় আপন তেজে ফুরতে,
জনসভা শেখায় মোরে,মধুর কথা বলতে।
নেতা দেখান ইঙ্গিতে তার-
চাঁদাবাজির সব খোলা দ্বার,
মিছিল থেকে শিক্ষা পেলাম দলের পথে চলতে।

চাপাতির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা,
আপন স্বার্থে কঠোর হতে নেতা দিলেন দীক্ষা।
রক্তস্রোত উষ্ণ গানে,
গান জাগাল আমার প্রাণে
শত্রুদলকে দমন করতে অস্ত্র পেলাম ভিক্ষা।

রাজনীতিময় পাঠশালা মোর,সব নেতার আমি ছাত্র,
নানান ভাবে রাজনীতিটা শিখছি দিবারাত্র।
রাজনীতির এই বিরাট খাতায়,
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সে সব কৌতূহলে,নেই দ্বিধা লেশমাত্র।

যাত্রাবাড়ী,ঢাকা