ছড়া

রক্ত মিশে || শরীফ সাথী

সবুজ বুকে শহীদ সেনার রক্ত মিশে,
বাংলা নামের ফুল ফুঁটেছে সকল শীষে।

স্বাধীন হাওয়া দিচ্ছে দোলা তার শরীরে,
অপলকে দেখছি চেয়ে তাই অধীরে।

একাত্তরের কালজয়ী সেই স্মৃতি মণি,
মা বোনেদের কান্না ভেজা কণ্ঠ ধ্বনি।

মমতাময় রুপের ছোঁয়ায় আজকে বেশ,
সবুজ শ্যামল স্বর্নফলা বাংলাদেশ।

গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১। বাংলাদেশ।