যুগের তালে
জহির রায়হান
ছিলাম বন্ধু,ছিলাম মিতা,ফ্রান্স হলাম শেষে
নয়তো ভাই নয়তো ব্রাদার ডাকছে ব্রো-ও হেসে।
‘ধন্যবাদ’টা দারুণ ভালো ‘থ্যাংকস’টাও যে চলে
এসব এখন ভুলে গিয়ে টিএনএক্স ও বলে।
কেহ কেহ টি এন কিউ লিখছে ভুলের ঘরে
থ্যাংকস হবেনা’ট্যাংক’ও হবে বুঝবো কেমন করে?
দুঃখিত যে বলা কঠিন স্যরি বলা সোজা
সিস্টার কেন’সিস’ও হলো?যায় না কিছু বোঝা?
স্বাগতম’টা বলতে গিয়ে বাঁধে যাদের মুখে,
ওয়েলকামও লিখতে গিয়ে ডব্লিউসি’টাও লিখে।
দারুণ যুগে বেঁচে আছি অর্ধমরা হয়ে
চারিপাশে যাহা ঘটে সময়ে যায় সয়ে।
ভালো কিংবা মন্দ বলে বাছবিচার যে নাই
এমনি করেই চলছে জাতি,এমনি করেই ভাই।
যে জাতি তার যাচ্ছে ভুলে নিজের ইতিহাসও
খালটা কেটে আনছি কুমির নিচ্ছি পিছে বাঁশও।
আপনার মন্তব্য লিখুন