অণুগল্প

যদি প্রেমিক হও | রুমানা পারভীন রনি

যদি প্রেমিক হও
রুমানা পারভীন রনি

এক নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে তুমি
চোখে চোখ রেখে তাকিয়ে দেখছিলে আমায়
তবুও চোখে অভিমান দেখতে পেলে না।
অথচ তুমি অবলীলায় বলে যাও
আমাকে ভালোবাসো,
নিজেকে প্রেমিক দাবি কর।
তুমি কি জানো,
ভালোবাসলে প্রেমিকাকে পড়তে জানতে হয়,
চোখের ভাষার অর্থ জানতে হয়,
হাসিতে লুকানো বেদনাকে ধুয়ে মুছে,
নতুন করে বেঁচে থাকার মানে শিখাতে হয়।
ভরসার হাত ধরে জীবনকে ভালোবাসতে হয়।
প্রেমিকরা কখনো দেহ ছুঁতে চায় না
আত্মাকে ছুঁয়ে দিতে চায় ভালোবেসে।
বিশ্বাস, ভরসা আর ভালোবাসায় নতুন করে
সোনালী ফিনিক্সের জন্ম দেয় পোড়া ছাই থেকে।
তুমি যদি তেমন প্রেমিক হও তবে এসো,
আমি হাজার জন্ম অপেক্ষা করবো তোমার জন্য।