কবিতা

মেরুদণ্ড : জাহীদ হোসেন

আমি মানুষ হতে চেয়েছিলাম
মেরুদণ্ড সোজা করে হাঁটতে চেয়েছিলাম
কিন্তু সরিসৃপের মতো পথ চলি আজকাল।

আমি আকাশ হতে চেয়েছিলাম
উদার মনে ভালো বাসতে চেয়েছিলাম
কিন্তু পাতালে ডুবে যাচ্ছি, চলছে ক্রান্তিকাল।

আমি নদী হতে চেয়েছিলাম
আমার ঢেউয়ে দুলবে পাল তোলা নৌকা
কিন্তু আমার বুকে আজ বালুচরের রুক্ষতা।

আমি বাতাস হতে চেয়েছিলাম
পূবালী বাতাস, ঝিরঝিরে বিশুদ্ধ বাতাস
কিন্তু আমার মাঝে আজ ঘুর্ণিঝড়ের পূর্বাভাস।

আমি শ্লোগান হতে চেয়েছিলাম
রাজপথ কাঁপানো ঝাঁঝালো মিছিলের শ্লোগান
আমার মাঝে বসত করে মেরুদণ্ডহীন একপ্রাণ।

আমার কোনো পূর্ব জন্ম বা পরজন্ম নেই
নিরবে পূর্ব পুরুষের যাতনা বয়ে বেড়াই
আমি এই অভিশপ্ত জীবন থেকে পরিত্রাণ চাই।

তারিখঃ ০৬/১২/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment