কবিতা

মেঘরাজ || সায়মা রহমান রিয়া

মেঘরাজ!
তোমার এত কষ্ট কেন? 
বৃষ্টির রুমালি ফোঁটা জমতে জমতে এক সময়ে আমার বুকে রেলের কান্নার মতো জল গড়িয়ে পড়ে। আরণ্যক দল সে জলে যৌবন রাঙায়, মাকড়সার জালে আবদ্ধ ভালোবাসা এলাচ ফুলের আবডালে বাসা বাধে। কোন এক অক্ষের নির্ভেজাল সমুদ্রের গর্জনে তোমার কানে বলেছিলাম – “আমার পৃথিবী তুমি”,দেখো একবার চোখ তুলে!

বোবা পাহাড়,লাল শাড়ী,দুইটা চুড়ি,একটা নাকফুল,পাঞ্জাবির ভাঁজ,ডায়েরির পাতায় লুকানো গোলাপের শুকনো পাপড়ি আর প্রতিটি নতুন শিশুর ক্রন্দনে তুমিই “ভালোবাসা”।

চিটাগাং