কবিতা

মু‌ক্তিযুদ্ধে || শ‌ফিকুল ইসলাম শফিক

আমরা স্বাধীন নইকো অধীন
পেলাম আত্মপ‌রিচয়
মাথা উঁচু ক‌রে আ‌ছি
গর্ব সারা বিশ্বময়।

রক্ত সাগর পা‌ড়ি দি‌য়ে
পেলাম এক‌টি পতাকা
লাল সবু‌জের বিজয় নিশান
বু‌কে ছ‌বি তার আঁকা।

জয় ক‌রে‌ছি এ দেশটা‌কে
আমরা স্বাধীন নাগ‌রিক
প্রা‌ণে প্রা‌ণে শা‌ন্তি জোয়ার
সু‌খের পরশ চা‌রিদিক।

অন‌ে‌ক ত্যাগে‌র বিনিম‌য়ে
পেলাম এক‌টি স্বাধীন দেশ
জীবন বাজী রাখব তবু
রাখব সুখী প‌রি‌বেশ।

____________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা‌. ব‌ি.) [email protected]­m