ছড়া

মুক্তি মিলে কি সে? || রুহুল আমিন রাকিব

কি যে করি নেইতো উপায়
যায়না যে ভাত পেটে
যায়না করা বাজার সদাই
গাধার মতো খেটে।
মাথার ভিতর চিন্তা বাড়ে
মুক্তি কি সে মিলে?
সুযোগ বুঝে কোপ মারে কে
একটু নাড়া দিলে!
পিঁয়াজ নিয়ে কি আর বলি
অনেক হল বলা,
লাভ কি বলে ফায়দা যে নেই
মুখটা চেপে চলা।
চালের দামে ডালের দামে
ধরছে না কি আগুন
মজুত আছে সব কিছুরই
গুণছি তবু দ্বিগুণ।
দেখার যেন নেইতো কেহ
গ্যাসের বাজার গরম,
বাড়ছে যে দাম লাগাম ছাড়া
অবস্থা বেশ চরম।
কার কাছে যে বলছি এ সব?
কর্তা গভীর ঘুমে,
সে কি কষ্ট বুঝবে বলো-
থাকে এসি রুমে।

সফিপুর,গাজীপুর