দৃষ্টি মেলে চেয়ে দেখি
গাঁয়ের বাঁকের মিষ্টি নদী,
ক্ষুদ্র ক্ষুদ্র জল তরঙ্গ
ছোটে স্রােতে নিরবধি ।
আঁকাবাঁকা নদীর তীরে
সবুজ গাছের দৃশ্য দেখে,
নৌকা বেয়ে চলে মাঝি
আপন সুখের পরশ মেখে।
পদ্ম ফুলে দুলে জলে
চলে দলে ভাটি পানে,
মুখোর নদী বার মাসই
মাঝি মাল্লার খাঁটি গানে।
পানকৌড়ি আর হাঁসের দলে
নানান মাছে ছন্দ তোলে,
তীরে বসে দেখে রোজই
এ মন সকল মন্দ ভোলে।
গীতিকার : বাংলাদেশ বেতার। বসবাস: সাহিত্য সদন কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১। বাংলাদেশ।
আপনার মন্তব্য লিখুন