কবিতা

মায়ের জন্য : জাহীদ হোসেন

মায়ের জন্য এই পৃথিবী ছাড়তে পারি
সমুদ্রের ঐ নোনা জলে ডুবতে পারি,
খসে যাওয়া তাঁরার পিছু ছুটতে পারি
চরকা বুড়ীর সুতাগুলো আনতে পারি।

মায়ের জন্যই অস্ত্র হাতে নিতে পারি
টুকরো করে শত্রুদের, হাসতে পারি,
রক্ত দিয়ে দেশের ছবি আঁকতে পারি
ঝিনুক থেকে মুক্তামনি আনতে পারি।

মায়ের জন্য আমি আজও লিখতে বসি
দেশমাতাকে প্রাণের চেয়ে ভালোবাসি,
যতই লিখি কম পড়ে যায় সকল ভাষা
মা, মাটি আর আমার প্রিয় মাতৃভাষা।

মায়ের জন্য আমার দেখা বিশ্বটাকে
আমার সকল গল্প শুধু মাকে নিয়ে,
‘মা’ হারিয়ে আমি ভীষণ দীনহীন
এক জীবনে হয়না শোধ মায়ের ঋণ।

মায়ের জন্য সম্মুখপানে ছুটে চলা
কোলে নিয়ে ঘুম পাড়ানির গল্প বলা,
দূর আকাশে তারা হয়ে আছো তুমি
কবিতার ঐ ছন্দে খুঁজি মায়ের ছবি।

তারিখঃ ২৬/০৮/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment