কবিতা

মমতায় ভরা কাব্য : জাহীদ হোসেন

শুধু তোমার জন্যই ইচ্ছেগুলোর টুটি চেপে ধরা
তোমার জন্য এই পৃথিবী এমন আলোয় ভরা,
দীপ্ত পায়ে পথ চলি, মাটি হোক যতো রুক্ষ
তোমার জন্য গর্বে ভরা, আমার উন্মুক্ত বক্ষ।

তোমার জন্য আমি আজও গাইতে পারি গান
কবিতার ছন্দে ফিরে পাই ভালোবাসার ঘ্রাণ,
তোমার জন্য এই শ্রাবণের অঝোর বৃষ্টিধারা
সাঁঝের বেলা পাখির গানে এমন বাঁধন হারা।

তোমার জন্য ফসলের মাঠে উদাসী সুর ভাসে
আত্মভোলা হালতি বিলে শাপলা শালুক হাসে,
তোমার জন্য ফাগুন আসে, বটতলার ঐ মেলা
কালবৈশাখী ঝড়ের শেষে আম কুড়ানির খেলা।

তোমার জন্য চাঁদনী রাতে গুনগুন সুরের গান
চাঁদ-তারা সবে খেলায় মাতে, জাগে নতুন প্রাণ,
এক পৃথিবী ভালোবাসা আর মমতায় ভরা কাব্য
আমার যতো হাসিকান্না তোমায় পাওয়ার জন্য।

-তারিখঃ ৩০/০৯/২০২২

প্রেম পর্বের শেষ কবিতা। ধন্যবাদ সবাইকে।