কবিতা

মনে পড়ে মমতায় : জাহীদ হোসেন

মাঝে মাঝে নিজেকে ভীষণ একলা মনে হয়
ছাইচাপা কষ্টটা জেগে উঠে,
মন ছুটে যায় দূর অতীতে
আর তোমাকে মনে পড়ে যায় মমতায়।

আজও মনে পড়ে তোমার কামনার হাসি
সেই চেনা চোখ যেনো ইশারায় ডাকি,
আমি আজও সেই পথ চেয়ে থাকি
কপালের টিপ যেনো চাঁদের কলংকের হাসি।

আমার এক জনমে ভালবাসার পূর্ণতা নেই
তুমি ছিলে শরতের মেঘ,
তুমি প্রমিলা, বনলতা সেন
আমি আজও শুধু তোমাতেই পথ হারাই।

বাঁধ ভাঙ্গা জোয়ার আসে উথাল পাথাল মনে
আবারও শ্রাবণ আসে, তুমি নেই পাশে,
আজও রিনিঝিনি তোমার কাঁকন বাজে
আমার ভালোবাসা শুধু তোমাকেই খুঁজে ফিরে।

তারিখঃ ২২/০৯/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment