কবিতা

ভালবাসাঃ অলিখিত সংবিধান : জাহীদ হোসেন

কিছু কিছু ভালবাসা রঙ বদলায় মেঘের মত
কিছু কিছু ভালোবাসা পায় যন্ত্রণা অবিরত,
কিছু কিছু ভালোবাসা নিরবে গুমরে কাঁদে
কিছু কিছু ভালোবাসা মুখোশের রঙ মাখে।
কিছু কিছু ভালবাসা যেনো স্বর্গীয় মিলনমেলা
কিছু কিছু ভালবাসা নিশ্বাসের,বিশ্বাসের খেলা,
কিছু কিছু ভালবাসা যেনো বিষ্ময়কর এক ছবি
কিছু কিছু ভালবাসা যেনো ত্যাগের অনুভূতি।
কিছু কিছু ভালবাসা যেনো ছন্দময় কবিতা
কিছু কিছু ভালবাসা মানিয়ে নেয়ার প্রবনতা,
কিছু কিছু ভালবাসা যেনো বটবৃক্ষের ছায়া
কিছু কিছু ভালবাসা হয় হর্ষ বিষাদের কায়া।
কিছু কিছু ভালবাসা হলো পরস্পর সম্মান
কিছু কিছু ভালবাসা অলিখিত সংবিধান,
কিছু কিছু ভালবাসা নিছক বিনি সুতার মালা
কিছুকিছু ভালবাসা দু’টিমন একান্তে কথা বলা।
তারিখঃ ০৮/০৯/২০২২