রঙের জীবন

জাপানের সিনেমা ‘শপ লিফটার্স’ জিতলো ‘পাম ডি অর’

সবুজ খন্দকার,ডেস্ক রিপোর্ট:
শনিবার সন্ধ্যায় ফ্রান্সের সাগর ঘেঁষা শহর কানের পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে উৎসবের সমাপনী আসর।  আর এরই মধ্য দিয়ে পর্দা নামলো ৭১ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

৭১তম কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবির পুরস্কার ‘পাম ডি অর’ জিতেছে জাপানের সিনেমা ‘শপ লিফটার্স’। এ বছর সবচেয়ে সম্মানজনক পুরস্কার স্বর্ণপাম জিতে নিয়েছে জাপানী এ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন হিরোকাজু কোরি-ইদা। কোল্ড ওয়ার সিনেমার জন্য উৎসবের সেরা পরিচালকের পুরস্কার ওঠে পোল্যান্ডের পরিচালক পাভেল পাভলিকোভস্কির হাতে। অন্যদিকে যৌথভাবে সেরা চিত্রনাট্যকারের খেতাব জেতেন ইরানের জাফর পানাহি ও নাদেরা সায়েভার।

ডগম্যান সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ইতালির মার্সেলো ফন্তে। আর ‘আইকা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সামাল ইয়েস-লিয়ামোভা।

‘দ্য ইমেজ বুক’ ছবির জন্য একটি বিশেষ স্বর্ণপাম পান কিংবদন্তি ফরাসি নির্মাতা জ্যঁ লুক গদার। উৎসব বর্জন করায় পুরস্কারটি সংগ্রহ করেন তার এক মুখপাত্র।