স্টাফ রিপোর্টারঃ
গত ৯ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে, উত্তরাঞ্চলের খ্যাতিমান লোক গীতিকবি নীলকমল মিশ্রকে আজীবন সম্মাননা প্রদান ও তাঁর রচিত ভাওয়াইয়া গানের গ্রন্থ “জীবন পোড়ে তুষের আগুন” এর মোড়ক উন্মোচন ও তারঁ রচিত ভাওয়াইয়া গান বেতার ও টেলিভিশন শিল্পীরা পরিবেশ করে, প্রধান অতিথি- ড:গৌরাঙ্গ মোহান্ত অতিরিক্ত সচিব,ও প্রকল্প পরিচালক উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়, সম্মানীয় অতিথি – মোহাম্মাদ শফিউল আরিফ জেলা প্রশাসক লালমনিরহাট, এ্যাড.মতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট, এন এম নাসির উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার লালমনিরহাট, ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক (অবসর প্রাপ্ত), উত্তরাঞ্চলের কবি ও সম্পাদক সরোজ দেব, অবসর প্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল, অবসর প্রাপ্ত অধ্যাপক মো: নজরুল ইসলাম মন্ডল, মো: মইনুল ইসলাম সম্পাদক ডায়াবেটিকস সমিতি লালমনিরহাট, সভাপতিত্ব করেন কবি,সম্পাদক ও প্রকাশক ফেরদৌসী বেগম বিউটি, উপস্থাপনায় সতীশ চন্দ্র রবিদাস, অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও সংস্কৃতি জনের সমাগম ঘটে, উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন স্বর্ণামতি নন্দনী সাহিত্য ওপাঠচক্র লালমনিরহাট জেলা শাখা ও আরশিনগর বাংলাদেশ লালমনিরহাট।
আপনার মন্তব্য লিখুন