অর্পন চৌহান
ব্যাধি গ্রস্থ আমাদের সমাজ
করছে অনেকে শাসন ;
ছুটছে তারা নিজের স্বার্থে
জোগাতে তাদের আসন ।
নিজের স্বার্থ উদ্ধারে করে যাচ্ছে
অনেক ধরনের কাজ ;
সমাজে তাদের নেই কো সম্মান
নেই কি তাদের লাজ ।
ধনীরা আরোও ধনী হচ্ছে
গরীবেরা হচ্ছে গরীব ;
তাদের কথা বিবেচনা করেছিলো
সচল আর্থ-সামাজিক জীব !
যার নাই কোনো কিছু সে বোঝে
অভাব কি জিনিস ;
অর্থ চিন্তায় নিদ্রিতরা জাগ্রত হও
নইলে তারা হবে ফিনিস ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা
কষ্ট করে যাচ্ছে ;
কষ্টের বিনিময়ে সুশীল সমাজ থেকে
তারা কি বা পাচ্ছে !
অবজ্ঞা, হিংসা, ক্রোধ, স্বার্থপরতা
দম,শম এবার কর দূর ;
থাকতে দাও তাদেরকে শান্তিতে
যেন থাকে সুখে ভরপুর ।
আপনার মন্তব্য লিখুন