আবার বাতাসে বারুদের গন্ধ ভেসে আসে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে।
মানবতার ফেরিওয়ালা সবাই চুপচাপ
মানবের মাঝেই আজ দানবের উল্লাস।
হিমালয় কী পারবে দিতে বিশুদ্ধ বাতাস
নাকি বিশ্বসংঘের মতো ঘুমের দীর্ঘশ্বাস।
তোমাদের শক্তির আধার জানে বিশ্বময়
মুখের আড়ালের মুখোশ চেনা বড়ো দায়।
বেনিয়াদের হুমকিতে আজ পৃথিবী অচল
‘সৃস্টির মারপ্যাঁচ, নাকি স্রস্টাই দুর্বল’!
পৃথিবীতে চলছে আজ চালবাজির খেলা
মানবতার ক্ষয় আর বেনিয়াদের মেলা।
ইরাক ফিলিস্তিন কিংবা লিবিয়া সিরিয়া
রক্তটা এক হলেও সবাই যাচ্ছে ফাঁসিয়া।
ইয়ামেন ইউক্রেন আর আরাকানী রোহিঙ্গা
সুতা কিন্তু একটাই, মালা যায় গাঁথিয়া।
বেনিয়াদের ব্যবসা আর বুদ্ধির মারপ্যাঁচ
কোটি মানুষ নিঃস্ব, জীবনটা করে শেষ।
সৃস্টির শুরু থেকে শোষকের হাতিয়ার
রক্তটা চুষে খায় যেনো এটা পেশা তার।
শাসকের রোষানলে পুড়ে সব ছাড়খাড়
মাঝে মাঝে শুনা যায় পরমাণুর হুংকার।
যুদ্ধটা মহামারি, আমাদের জন্য
বেনিয়ারা মহাখুশি, কারণটা ভিন্ন।
আপনার মন্তব্য লিখুন